ছাত্রীদের ‘ভালোবাসার সূত্র’ শিখিয়ে বরখাস্ত গণিতের শিক্ষক
শ্রেণিকক্ষে ছাত্রীদের ‘ভালোবাসার সূত্র’ শিখিয়ে বরখাস্ত হয়েছেন ভারতের হরিয়ানার এক মহিলা কলেজের গণিতের একজন অধ্যাপক।
কারনেলের ওই কলেজের এক ছাত্রী ক্যামেরায় অধ্যাপকের নেওয়া ক্লাসটি ধারণ করে অধ্যক্ষকে দেখানোর পর শিক্ষক চারণ সিং ছাত্রীদের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
বরখাস্ত গণিতের অধ্যাপকের ‘ভালোবাসার সূত্র’ শেখানো ওই ক্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে চারণকে ছাত্রীদের তিনটি ফর্মুলা শেখাতে দেখা গেছে। এ তিনটি ফর্মুলা এরকম-
‘ঘনিষ্ঠতা – আকর্ষণ = বন্ধুত্ব’ অর্থাৎ ঘনিষ্ঠতার মধ্যে যদি আকর্ষণ না থাকে তাহলে তা শুধুই বন্ধুত্ব; ‘ঘনিষ্ঠতা + আকর্ষণ = প্রেম’অর্থাৎ ঘনিষ্ঠতার সঙ্গে যদি আকর্ষণও যুক্ত হয় তবে প্রেম হয় এবং তার তৃতীয় সূত্র হল ‘আকর্ষণ – ঘনিষ্ঠতা = কেবলই ভালো লাগা’ অর্থাৎ আকর্ষণবোধ করলেও যদি ঘনিষ্ঠতার সুযোগ না হয়, তা শুধু ভালোলাগা আর মন উচাটনে সীমাবন্ধ থাকবে।
ভিডিওতে গণিতের অধ্যাপককে উৎসাহ নিয়ে ছাত্রীদের সূত্রের প্রতিটি শব্দকে হিন্দি ভাষায় ব্যাখ্যা করতে গেছে।
বৃদ্ধ বয়সে স্বামী-স্ত্রীর মধ্যে আকর্ষণ কমে গিয়ে কীভাবে তারা বন্ধুতে পরিণত হয়, ভিডিওতে প্রফেসরকে তাও বলতে দেখা গেছে।
এনডিটিভি বলছে, শিক্ষকের দেয়া প্রতিটি সূত্রের ব্যাখ্যায় শিক্ষার্থীদের হাসতে ও ‘হ্যাঁ’ বলতে শোনা গেছে।
সরকারি ওই নারী কলেজটিতে চারণ ছয় মাসের ডেপুটেশনে এসেছিলেন বলেও জানিয়েছে তারা।