ছাত্রলীগের নেতাকর্মীকে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে হবে : হুইপ পঞ্চানন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় মহান জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি) বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী জাতির পিতা বঙ্গবন্ধু ও তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শে আদর্শীত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গঠিত হবার পর থেকে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে দৃষ্টান্ত স্থাপন করে আসছে। ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে হবে।
বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয় বাজার চত্ত্বরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কলেজ ছাত্রলীগ সভাপতি পাপ্পু মহলদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিরাজ তালুকদারের সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন (ইমু)। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, উপজেলা আ’লীগ নেতা বিবেক বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস, বিআরডিপি’র চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা এস,এম ফরিদ রানা, যুবলীগ নেতা বিকাশ হালদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা নারায়ণ চন্দ্র রায়, যুবলীগ নেতা মোঃ মাছুম শেখ বাপ্পি, রাজীব মিস্ত্রী, তপন মল্লিক, প্লাবন বোস, প্রসেনজিৎ রায় প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ