January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

ছাত্রলীগকর্মী হাসিব হত্যা মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর খালিশপুরে ছাত্রলীগকর্মী হাসিবুর রহমান নিয়াজ হত্যার সঠিক বিচার ও প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে খুলনা প্রেসক্লাবে নিহত হাসিব ও আহত জুবায়েরের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি শারমিন রহমান শিখাসহ আসামী পক্ষের লোকজন হতাহতের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত (১৯ আগস্ট) রাত ৯টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে কফি হাউজে হাসিব, জুবায়ের ও রানা কফি পান করছিল। ঠিক ওই মুহুর্তে অতর্কিতভাবে ফিল্মি স্টাইলে ১৫/২০ জন যুবক ছেলে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, এমনকি শোনা যায় তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এইভাবে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কফি হাউজে বসে থাকা হাসিব, জুবায়ের ও তার বন্ধু রানাকে ধাওয়া করে বাথরুমের দিকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। কফি হাউজের সিসিটিভির ক্যামেরায় যা ধরা পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে সারাদেশে। হাসিবুর নিহতের ঘটনায় খালিশপুর থানায় ২০ জনকে আসামী করে হত্যা মামলা করা হয়েছে। (মামলা নং-৩৮৩৮ (৬) ১, তাং ২১-০৮-২০)।
মামলার আসামীদের প্রসঙ্গে বলা হয়, সিসিটিভির ফুটেজের মাধ্যমে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে আসামী শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। সেহেতু আসামী চিনতে ভুল হওয়ার কথা নয়। হত্যাকান্ডের সময় কফি হাউজে ঢোকা ওই খুনীরা সর্বমহলের পরিচিত। নিহত ও আহতের সাথে চলা বন্ধু বান্ধবও রয়েছে। সেক্ষেত্রে আসামি চিনতে কোন রকম ভুল হয়নি, এমনকি প্রশাসনেরও ভুল হওয়ার কথা নয়। হাসিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত সরকারী হাজী মুহাম্মদ মুহসীন কলেজে ও যুবায়ের সরকারী বিএল কলেজে সম্মান শেষ বর্ষের ছাত্র। অপরদিকে যারা আসামী তারা বন্ধু হলেও তারা অসস্তিকর পরিবেশ এবং অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় হাসিব ও জুবায়ের তাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। তারা কোনো রকম অন্যায় কাজ ও অপকর্মের সাথে জড়িত ছিল না।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, বিবাদী পক্ষের লোকজন অহরহ ভয়ভীতি প্রদর্শন করেছে। একজন মহিলা নেত্রী এর সাথে জড়িত আছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত হাসিবের পিতা মোঃ হাবিবুর রহমান, মৃত হাসিবের মা মোসাঃ নাছিমা বেগম, আহত জুবায়েরের পিতা মোঃ আলতাফ হোসেন, আহত জুবায়েরের মা মোসাঃ ফাতেমা বেগম প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *