ছাত্রদল থেকে পদত্যাগ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আমি মোঃ আরিফুজ্জামান (আরিফ), পিতা-লিয়াকত গাজী, গ্রাম-নকিপুর, পোঃ নকিপুর, শ্যামনগরম সাতক্ষীরা। আমি বিএনপি এর অঙ্গ সংগঠন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছি। আমি শারিরীক ভাবে অসুস্থ্য হওয়ায় এবং পারিবারিক সমস্যার কারনে একক সিন্ধান্ত নিয়েছি যে, আজ থেকে কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম এবং বিএনপি এর সকল কর্মকান্ড থেকে বিরত থাকলাম। বর্তমানে আমি খুলনা বিভাগ থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করিতেছি। সাংবাদিকতা ও রাজনীতি এক সঙ্গে করা ঠিক নয়। তাই নিজেই একক সিদ্ধান্ত নিয়েছি যে, আজ থেকে কোন রাজনীতি করব না। শুধু মাত্র সাংবাদিকতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।