ছাত্রদলের ৩ নেতাকে জনসমক্ষে আনার আহ্বান ফখরুলের
ঢাবি ছাত্রদলের তিন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে গেছে দাবি করে অবিলম্বে তাদের জনসমক্ষে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদকে টিএসসি এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকের বিষয়টি স্বীকার করছে না। আটকের পর থানাসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে তাদের পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। ’
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা কেবল দুর্বিনীত দুঃশাসনেই ঘটে থাকে। নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের কারণেই রাষ্ট্রসমাজে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন আইনের রক্ষক না হয়ে দেশবাসীর কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। ভোটারবিহীন একদলীয় শাসনকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাইভেট বাহিনীর মতো কাজ করছে। এ অরাজকতা মানুষ আর সহ্য করবে না। সংগ্রামী জনতা পথে-ঘাটে প্রতিরোধ গড়ে তুলতে এখন প্রস্তুতি নিচ্ছে। ’
তিনি বলেন, ‘আমি অবিলম্বে আনিসুর খন্দকার অনিক, জুলফিকার জিসান এবং আতিক মোর্শেদকে জনসমক্ষে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানাচ্ছি। ’