December 26, 2024
বিনোদন জগৎলাইফস্টাইল

ছবি সহ ২০১৯ সালের সুপার ব্লাড উল্ফ মুন

অনলাইন প্রতিবেদক

২১ শে জানুয়ারী ঘটে গেল “সুপার ব্লাড উল্ফ মুন”।  সুপার ব্লাড উল্ফ মুন হচ্ছে একটি বিশেষ ধরনের চন্দ্রগ্রহণ যেখানে চন্দ্র গ্রহণ এর সময় রক্ত লাল রঙ ধারন করে। ২০১৯ সালে ঘটে যাওয়া সুপার ব্লাড উল্ফ মুনের বিভিন্ন ছবি নিচে দেওয়া হল

গ্রহণ শুরু হওয়ার সময়। বেলারুশ থেকে তোলা। রয়টার্স
জার্মানি থেকে তোলা ছবি গ্রহনের সময়। ছবি রয়টার্স।
আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে তোলা ছবি। ছবি রয়টার্স
জার্মানির ফ্রাঙ্কফুট থেকে তোলা গ্রহনের সব গুলো ধাপের ছবি। ছবি রয়টার্স।

এটি আবার ২০২২ সালের ১৬ মে তে দেখা যাবে। এ বছর যারা দেখতে পারেন নি, ধৈর্য ধরুন আরো ৩টি বছর এর জন্য !

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *