ছবি সহ ২০১৯ সালের সুপার ব্লাড উল্ফ মুন
অনলাইন প্রতিবেদক
২১ শে জানুয়ারী ঘটে গেল “সুপার ব্লাড উল্ফ মুন”। সুপার ব্লাড উল্ফ মুন হচ্ছে একটি বিশেষ ধরনের চন্দ্রগ্রহণ যেখানে চন্দ্র গ্রহণ এর সময় রক্ত লাল রঙ ধারন করে। ২০১৯ সালে ঘটে যাওয়া সুপার ব্লাড উল্ফ মুনের বিভিন্ন ছবি নিচে দেওয়া হল
এটি আবার ২০২২ সালের ১৬ মে তে দেখা যাবে। এ বছর যারা দেখতে পারেন নি, ধৈর্য ধরুন আরো ৩টি বছর এর জন্য !