চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়াই বাতিল ডাচ লিগ
করোনাভাইরাস পরিস্থিতিতে চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়াই বাতিল করা হয়েছে নেদারল্যান্ডস ফুটবলের শীর্ষ লিগ ইরেদিভিসি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও তাই শিরোপা জেতা হলো না আয়াক্সের।
নেদারল্যান্ডস সরকার গত মঙ্গলবার দেশের সব ধরনের পেশাদার খেলা ও সাংস্কৃতিক আয়োজন আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার লিগের ২০১৯-২০ মৌসুম বাতিল করার কথা জানায় ডাচ ফুটবল ফেডারেশন।
লিগ স্থগিত হওয়ার আগে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল গতবারের চ্যাম্পিয়ন আয়াক্স। দুইয়ে থাকা এজেড আলকামারের পয়েন্টও ছিল সমান। তবে গোল ব্যবধানে আয়াক্সের চেয়ে পিছিয়ে ছিল তারা।
মোট ৩৪ রাউন্ডের প্রতিযোগিতার এবারের আসরে কোনো দলের শিরোপা জেতা যেমন হলো না, তেমনি কোনো দলের অবনমনও হবে না। ফলে পরের মৌসুমে নতুন কোনো দল প্রমোশনও পাচ্ছে না।
উয়েফার অনুমোদন সাপেক্ষে আয়াক্স ও আলকামার পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে অংশ নেবে।