January 20, 2025
খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই মেসি-রোনালদোর দ্বৈরথ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের আগামী মৌসুমের গ্রুপ পর্বেই দেখা হবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২০-২১ মৌসুমের গ্রুপ পর্বে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদ আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দিনগত রাতে সুইজারল্যান্ডের জেনেভায় চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ২০২০-২১ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়।

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের গ্রুপ সঙ্গী স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। কঠিন গ্রুপে পড়েছে ইংলিশ ক্লাব লিভারপুল ও ফরাসি ক্লাব পিএসজি। তবে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। চেলসিকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ
গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, অ্যাতলেটিকো মাদ্রিদ, সালসবুর্ক, লোকোমোতিভ মস্কো
গ্রুপ বি: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, শাখতার দোনেৎস্ক, বরুশিয়া মনশেনগ্লাডবাখ
গ্রুপ সি: ম্যানচেস্টার সিটি, এফসি পোর্তো, অলিম্পিয়াকোস, মার্শেই
গ্রুপ ডি: লিভারপুল, আয়াক্স, আতালান্তা, মিতউইলান
গ্রুপ ই: সেভিয়া, চেলসি, ক্রাসনোদার, রেন
গ্রুপ এফ: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, লাৎসিও, ব্রুজ
গ্রুপ জি: বার্সেলোনা, জুভেন্টাস, দিনামো কিয়েভ, ফেরেন্সভারোস
গ্রুপ এইচ: পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, লাইপজিগ, ইস্তানবুল বাসাকসেহির

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *