চোর সন্দেহে বাগেরহাটে যুবককে পিটিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাগেরহাটের কচুয়া উপজেলায় চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গতকাল সোমবার ভোরে উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে কচুয়া থানার ওসি মো. সফিকুর রহমান জানান। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর বলে পুলিশ জানালেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
গ্রামবাসীর বরাতে ওসি বলেন, বারইখালী গ্রামের ছোমেদ হাওলাদারের ঘরে ২/৩ জন চোর ঢুকলে বাড়ির মালিক টের পেয়ে যান। এ সময় চোরের দল তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছোমেদকে ভয়ভীতি দেখিয়ে বেশকিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।
পরে ছোমেদ চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ধাওয়া করে অজ্ঞাত এক যুবককে ধরে গণপিটুনি দেয়। এ সময় সে গুরুতর আহত হলে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।