চেয়ারম্যান নন, জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
দক্ষিণাঞ্চল ডেস্ক
‘চেয়ারম্যান নন, গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’ জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার বিরোধিতা করে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপির নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা এক বিবৃতিতে এ কথা বলেন। জিএম কাদেরকে নতুন চেয়ারম্যান ঘোষণার একদিন পর পাল্টা এ বিবৃতি আসে।
সংসদের বিরোধী নেতা রওশন এরশাদসহ জ্যেষ্ঠ নেতা বলেন, জিএম কাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। তিনি দলীয় ফোরামে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। কিন্তু হুট করে আলাপ আলোচনা ছাড়া তাকে নতুন চেয়ারম্যান ঘোষণা হঠকারি। কারণ তাকে জাপার চেয়ারম্যান করার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী দলীয় ফোরামে সিদ্ধান্ত না হওয়ায় কাদের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তাকে নতুন চেয়ারম্যানের ঘোষণা থেকে বিরত থাকার জন্য নেতাদের প্রতি তারা আহŸান জানান।