চেয়ারম্যানের বিরুদ্ধে নাটোরের সেই কৃষকের মামলা
নাটোরে ত্রাণ চেয়ে হটলাইন নম্বরে ফোন দেওয়া কৃষককে ‘মারধর’ করা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে কৃষক শহিদুল ইসলাম বুধবার লালপুর থানায় এ মামলা করেন বলে ওসি সেলিম রেজা জানান।
কৃষক শহিদুলের বাড়ি এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামে।
মামলার বাকি আসামিরা হলেন- এবি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজা ও চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. রুবেল।
মামলার এজাহারে শহিদুল বলেন, তিনি দরিদ্র কৃষক। করোনাভাইরাস পরিস্থিতির কারণে খাদ্য সহায়তা চেয়ে ১০ এপ্রিল তিনি ৩৩৩ নম্বরে ফোন করেন। সেখান থেকে তাকে সহায়তার আশ্বাসও দেওয়া হয়। পরে ১২ এপ্রিল চেয়ারম্যানের আব্দুস সাত্তারের লোকজন তাকে বাড়ি থেকে চেয়ারম্যানের অফিসে নিয়ে যায়। পরে সেখানে তাকে আটক রেখে মারধর করা হয়। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ওসি সেলিম বলেন, মামলা দায়েরের পরপরই চেয়ারম্যান পালিয়ে গেছেন। তিনিসহ সকল আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।