November 25, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

চেম্বার থেকে মাদক উদ্ধার: খুলনা স্বাচিপ থেকে ডা. সুমন রায়কে সাময়িক বহিস্কার

খবর বিজ্ঞপ্তি
ব্যক্তিগত চেম্বার থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. সুমন রায়কে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে সংগঠনের সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম ও সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, গত ৯ই নভেম্বর সোমবার খুলনা হেলথ গার্ডেন হাসপাতালে ডা. সুমন রায়ের ব্যক্তিগত চেম্বার থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক দ্রব্য উদ্ধারের ঘটনাটি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে। উক্ত ঘটনা জানার পরদিন গত ১০ নভেম্বর মঙ্গলবার, রাত-৭:৩০ মিনিটে বিএমএ ভবনে, স্বাচিপ, খুলনা জেলা শাখার এক জরুরী কার্যকরী পরিষদের সভার আহবান করে। সভায় এই ধরনের ঘটনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখা সংক্ষুব্ধতা ও নিন্দা প্রকাশ করছে। ঘটনাটি একান্তই তার ব্যাক্তিগত এবং এর দায়ভার কোনভাবেই সংগঠন বহন করে না। তার এহেন কর্মকান্ড সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী ও শৃংখলা ভঙ্গের সামিল। সভায় সকল সম্মানিত সদস্যদের সম্মতিক্রমে ডা. সুমন রায় কে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সকল প্রকার কার্যক্রম হতে সাময়িকভাবে অব্যহতি প্রদান পূর্বক গঠনতন্ত্র মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রীয় “স্বাচিপ” কে অবহিত করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *