চুয়াডাঙ্গায় স্বর্ণের বার উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে সাতটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি; তবে এগুলোর বাহককে আটক করা যায়নি। গতকাল বুধবার এ অভিযান চালানো হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট. কর্নেল ইমাম হাসান জানান।
ইমাম হাসান জানান, সকালে স্বর্ণ পাচার হওয়ার গোপন খবর পেয়ে সুলতানপুর সীমান্তের ৮০/১১-টি পিলারের অদূরে নাস্তিপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে হাতের ব্যাগ ফেলে পাশের মাথাভাঙ্গা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। টহলদল ব্যাগটি তলাশি করে সাতটি সোনার বার উদ্ধার করে।
বিজিবি পরিচালক আরো জানান, আটক সোনার ওজন ৭০০ গ্রাম এবং বাজার মূল্য ২৫ লাখ টাকা। এগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।