January 21, 2025
জাতীয়

চুয়াডাঙ্গায় র‌্যাব পরিচয়ে সড়কে ডাকাতি

দক্ষিণাঞ্চল ডেস্ক

চুয়াডাঙ্গা সদর উপজেলায় র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন। উপজেলার টেইপুর-ঝোড়াঘাটা সড়কে বৃহস্পতিবার রাতে ডাকাতির ওই ঘটনা ঘটে বলে আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল জানান।

ঘটনার বর্ণনায় আক্তাউর বলেন, ওই সড়ক দিয়ে আমিও আমার বন্ধু আনন্দ মোটর সাইকেলে করে যাচ্ছিলাম। এ সময় ডাকাতরা র‌্যাব পরিচয় দিয়ে ফেনসিডিলের একটি চালান আটকের কথা বলে আমাদের পথ আটকায়। এক পর্যায়ে পাশের জঙ্গল থেকে হ্যাফপ্যান্ট ও মুখোশ পরিহিত আরও ৪/৫ জন ডাকাত আমাদের জিম্মি করে আমার সঙ্গে থাকা ৭০ হাজার টাকা ও আমার বন্ধুর কাছে থাকা চার হাজার ৮০০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ সময় আরও কয়েকজনের কাছ থেকে ডাকাতরা টাকা মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটপাট করেছে বলে আক্তাউলের ভাষ্য।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন বলেন, এ ঘটনাটি ডাকাতি বলা ঠিক হবে না। রাস্তায় গাছ ফেলে কয়েকজন ‘ছিনতাইকারী’ গতিরোধ করে ফেনসিডিল উদ্ধারের নামে কয়েকজনের কাছ থেকে কিছু টাকা-পয়সা কেড়ে নিয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রæতই ছিনতাইকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *