চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী ও ছেলের বউ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার মহানগর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে বলে এলাকাবাসীর বরাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহামুদ্দিন হেদায়েত জানান।
মৃতরা হলেন- জীবননগর উপজেলার মহানগর উত্তরপাড়ার ছমির আলীর স্ত্রী আশুরা খাতুন (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)। আহত ছমির ও তার ছেলের বউ রুবিনার জীবননগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।
চিকিৎসক মাহামুদ্দিন বলেন, রুবিনা বাড়ির বারান্দায় ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারে অসাবধনতায় স্পর্শ করলে তিনি আহত হন। তাকে বাঁচানোর জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ি ওই তারে হাত দিলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আশুরা ও ওমরকে মৃত ঘোষণা করেন।