চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ভিক্ষুক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ ভিক্ষুক মারা গেছেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই জালাল উদ্দিন জানান, শুক্রবার সকালে
বেলগাছি রেলগেটের অদূরে বনানীপাড়ার কাছে তিনি মারা যান। নিহত
আলাউদ্দিন আলী (৬৫) সদর উপজেলার দিননাথপুর গ্রামের মিনহাজ মণ্ডলের
ছেলে।
এসআই জালাল বলেন, আলাউদ্দিন ভিক্ষা করে জীবিকা চালান। সকালে তিনি
গ্রাম থেকে ভিক্ষা করার জন্য শহরে আসেন। এ সময় খুলনা থেকে
গোয়ালন্দগামী নকশীকাঁথা ট্রেন এলে তার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই
মারা যান তিনি। স্বজনদের আবেদনে জেলা প্রশাসনের অনুমোদনক্রমে
ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি
জানান।