চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
দক্ষিণাঞ্চল ডেস্ক
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের রাহেলা খাতুন গালর্স স্কুলের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুলাহ জানান। আহত শোয়েব রিগান (২৬) শহরের মঝের পাড়ার আজম আলীর ছেলে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, রিগান রাতে মোটরসাইকেলে করে রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তার গতিরোধ করে একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ধারালো অস্ত্রের আঘোতে রিগানের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েক ডজন ক্ষত তৈরি হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ রাতেই অভিযান শুরু করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুলাহ জানান।