চুয়াডাঙ্গায় অটোরিকশার ধাক্কায় বাইক আরোহী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক কানিজ নাঈমা জানান, শুক্রবার দুপুরে আজিজুল হক (৫৭) নামে এই ব্যক্তির মৃত্যু হয়। আজিজুল জেলার দামুড়হুদা উপজেলার পুরাতন বাজারপাড়ার বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানান, আজিজুল কুষ্টিয়ার পোড়াহদ থেকে মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গায় আসেন। শুক্রবার দুপুরে ফেরার পথে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দীক কলেজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তার মোটরসাইলেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক কানিজ নাঈমা।