চুয়াডাঙ্গার অপহৃত ব্যক্তি দিঘলিয়া থেকে উদ্ধার, অপহরণকারী আটক
দ: প্রতিবেদক
চুয়াডাঙ্গা জেলা থেকে অপহৃত মোঃ জাহিদুল ইসলাম মুজাম (৩৬) কে উদ্ধার করেছে র্যাব-৬। গত সোমবার মধ্যরাতে খুলনার দিঘলিয়া থানাধীন সোনাপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী দৌলতপুর থানাধীন মধ্যডাঙ্গা গ্রামের মোঃ শওকত এর ছেলে মোঃ রাকিব (৩৫) কে আটক করা হয়েছে।
র্যঅব-৬’র স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মোঃ শামীম সরকার জানান, চুয়াডাঙ্গা সদর থানার জিডি নং- ১৯১ তারিখ ৫/০৮/১৯ খ্রিঃ এর অপহরণকৃত ভিকটিম মোঃ জাহিদুল ইসলাম মুজামকে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সোনাপুর গ্রামস্থ্য লাভলু শেখ এর বসত বাড়িতে জিম্মি করে রেখেছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অপরহরণকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, অপহরণকারী মোঃ রাকিব (৩৫) এবং ভিকটিম মোঃ জাহিদুল ইসলাম মুজাম (৩৬) কে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।