চুরির ঘটনায় ডুমুরিয়ায় কালা হাবি আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামে জয়নাল খানের ঘরে শনিবার দিবাগত রাতে চুরি করতে গিয়ে একই এলাকার হাবিবুর রহমান ওরফে কালা হাবি (২৫) আটক হয়েছে। পরে গ্রামবাসীর হাতে গণধোলাই শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার ভান্ডারপাড়া গ্রামে জয়নাল খানের ঘরে একই এলাকার মৃত মুনসুর খানের ছেলে হাবিবুর রহমান ওরফে কালা হাবি চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির লেঅকজন টের পেয়ে তাকে হাকে নাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটক কালা হাবির বিরুদ্ধে জয়নাল খানের ছেলে শহিদুল খান বাদী হয়ে একটি চুরি মামলা করে যার নং-১৪। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।