চুকনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জের খামখেয়ালীপনা: সেচ মোটর পুড়ে ছাই
ডুমুরিয়া প্রতিনিধি: বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে চুকনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সুফল দাশের খামখেয়ালীপনা মনোভাবের কারণে আটলিয়া গ্রামের ইবাদ আলী মোড়ল নামে এক ব্যক্তির সেচ মোটর, সেচ ঘর, কৃষি স¤প্রসারণ থেকে প্রদত্ত প্রায় ৪শত হাত সেচ পাইপ, চার্জার ও ¯েপ্র মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ আগুনের সুত্রপাত হয়।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে এ আগুনের সুত্রপাত হয়। এসময় ইবাদ আলী মোড়লের পুত্র আব্দুল জলিল মোড়ল তৎক্ষনাৎ বিষয়টি চুকনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সুফল দাশকে জানায়। কিন্তু তখন তিনি গোড়ামী করে বিদ্যুৎ সংযোগ বন্দ না করে সকাল ৯.৪৫মিনিটের দিকে সংযোগ বন্দ করেন। ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শুধুমাত্র তারে বিদ্যুৎ সংযোগ থাকার কারণে ঘটনাস্থলে শত শত লোক উপস্থিত থাকলেও বিপদের ভয়ে কেউ কাছে যেতে সাহস পায়নি। প্রায় ২ঘন্টা ধরে আগুন জ্বলা দূরে দাঁড়িয়ে দেখতে হয়েছে তাদেরকে। এদিকে ইরি ধানের ভরা মৌসুমে চরম ক্ষতির সম্মুখিন হয়েছে দরিদ্র কৃষক। এব্যাপারে চুকনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সুফল দাশ বলেন, আমাকে বিষয়টি জানানো পর আমি তাদের বলেছি আগুনের উপর বালি মারতে বলেছি। তাছাড়া আমরা সাব ষ্টেশনে বিষয়টি জানিয়েছি। তারা যদি দেরিতে বিদ্যুৎ সংযোগ বন্দ করে তার জন্য আমি কি করতে পারি।