December 23, 2024
আঞ্চলিক

চুকনগরে ডাকাতি করতে গিয়ে তিন ডাকাত আটক

 

চুকনগর প্রতিনিধিঃ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকুন্দিয়া গ্রামে ডাকাতি করতে গিয়ে বোমা সহ ধরা পড়ার পর গণ পিটুনিতে তিন ডাকাত আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায় গত শুক্রবার দিনগত রাত ৩টা ৩০মিনিটে ডাকাত দল চাকুন্দিয়া গ্রামের নারায়ন রাহা এর বাড়িতে গ্রীল কেটে ঘরের ভিতরে ঢুকে পড়ে। ডাকাত দলের সদস্যরা হলঃ ১) মোঃ সেলিম খা ওরফে শহিদুল খা (৪৫), পিতা-মতলেব খা ওরফে মতায়ের খা, গ্রাম-মোকাম পুর, থানা-তেরখাদা, জেলা-খুলনা। ২) মোঃ বাবুল শেখ (৪৮), পিতা-মৃত-হোসেন শেখ, গ্রাম-জোসখোলা, থানা-পিরোজ পুর, জেলা-পিরোজ পুর। বর্তমান ঠিকানাঃ সোনা ডাঙ্গা বসুপাড়া, মান্নানের বাড়ি ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা, কে.এম.পি-খুলনা। ৩) মোঃ লিটন হোসেন (৫০), পিতা-মৃত কাওছার, সাং-সোনা ডাঙ্গা হাফিজ নগর, থানা-সোনা ডাঙ্গা, কে. এম.পি-খুলনা। এসময় নগদ অর্থও মালামাল সহ ৭ লক্ষ ৯৩ হাজার টাকা ও বেশ কিছু স্বর্ণলংকার খোয়া গেছে। ডাকাতি করতে বাধা দেওয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছে বাড়ির গৃহকর্তা নারায়ন রাহা (৭০)। এসময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে এবং মসজিদের মাইকে ডাকাতির ঘোষনা দিলে গ্রামবাসীরা জড়ো হয়ে ডাকাতদলকে ধাওয়া করলে ডাকাতরা তিন থেকে চারটি হাতবোমা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় তিন ডাকাতকে ধরে গণ পিটুনি দেয় গ্রামবাসীরা। আর আহত অবস্থায় বাড়ির গৃহকর্তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানান, বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং ডাকাতদের একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে অপর দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *