September 1, 2025
আঞ্চলিক

চুকনগরে একই রাতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানসহ তিন স্থানে চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার চুকনগরে একই রাতে ৪ ব্যবসা প্রতিষ্ঠান সহ তিন স্থলে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোর সিন্ডিকেট মালামাল ও নগদ টাকা সহ সাড়ে ১৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে ডুমুরিয়া উপজেলার বৃহত্তম বাণিজ্যিক নগরী চুকনগর বাজারে এ চুরি ঘটনা ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সন্দেহ ভাজন বাজার পাহারাদারদের মধ্যে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুকনগর বাজারের মুদি দোকান নিউ ভাই ভাই ষ্টোর প্রোঃ সঞ্জয় ঘোষের দোকান হতে নগদ টাকা মালামাল সহ ৫ লক্ষ, রিপন ষ্টোর হতে মালামাল ও নগদ টাকা সহ ৫ লক্ষ ৫ হাজার, রনজিত পাল ২ লক্ষ  ও ইমান আলী জুতার দোকান থেকে ৭ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর দল। জানা গেছে, শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী ব্যবসায়ীরা ব্যবসায়িক কাজ শেষ করে রাত ১১ টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায়। কিন্তু চোর দল গভীর রাতে কোনো সময় দোকানঘরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর তারা ক্যাশ ড্রয়ারের রক্ষিত ৩টি মুদি দোকান ও ১টি জুতার দোকান থেকে নগদ টাকা ও মালামাল সহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায় চোর দল। অপর দিকে একই রাতে চুকনগর এলাকার আটলিয়া গ্রাম থেকে মহাতাপ মোড়ল ও মুক্তার মাহমুদের বাড়ি থেকে ৩টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। অনুরূপভাবে বরাতিয়া গ্রামের পোদ্দার পাড়ায় যজ্ঞানুষ্ঠান থেকে ১টি মটর সাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। ৪ ব্যবসা প্রতিষ্ঠানসহ মোট ৩ স্থল থেকে ১৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে। এ প্রসংগে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, ঘটনার সুত্র উদ্ঘটনে পুলিশি তৎপর অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *