চীন থেকে ৩১২ জনকে ফেরাতে ব্যয় ২ কোটি টাকা
দক্ষিণাঞ্চল ডেস্ক
চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সেখানকার অবরুদ্ধ নগরী উহান থেকে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে ফেরাতে সরকারের দুই কোটি টাকার বেশি খরচ হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালায়ের বরাতে সোমবার সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, করোনাভাইরাস উপদ্রæত চীনের হুবেই প্রদেশের উহান থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে বিমান পরিবহন ব্যয় বাবদ দুই কোটি ৩০ লাখ টাকা খরচ করেছে সরকার।
এতে বলা হয়, গত ৩১ ডিসেম্বর উহানে প্রথম করোনাভাইরাস দেখা দেওয়ার পর সেখানে দ্রæত তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় উহান শহর অবরুদ্ধ করে দেয় চীন।
ফলে হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়লে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফিরতে সরকারের কাছে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে সরকার দ্রæত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয় বলে তথ্যবিবরণীতে জানানো হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শনিবার দুপুরে ৩১২ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরানোর পর ৩১২ জনের মধ্যে থেকে জ্বর থাকায় আটজনকে হাসপাতালে পাঠিয়ে বাকিদের পর্যবেক্ষণের জন্য আশকোনায় হজ ক্যাম্পে রাখা হয়। সেখানে তাদেরকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
হাসপাতালে আটজনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে সোমবার নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)।
এদিকে ন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আরও ১৭১ জন বাংলাদেশি উহানে আছেন, যারা দেশে ফিরতে চান। চীনের প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত ৩৬২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছড়িয়েছে।