চীনে বিস্ফোরণে নিহত ১২
দক্ষিণাঞ্চল ডেস্ক
চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি গ্যাস প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বিস্ফোরণে আহত আরো ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
চীনের সেন্ট্রাল টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে বিস্ফোরণে ১২ জন নিহত ও ১৩ জনের গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিস্ফোরণের পর থেকে কারখানার তিন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।
স্থানীয় প্রশাসনের একটি সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বেইজিং নিউজ বলছে, বিস্ফোরণের শব্দ ছিল প্রচণ্ড এবং ওই সময় আগুনের গোলা ও ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। বিস্ফোরণের কারণে ভবনের জানালার গ্লাস ভেঙে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। গ্যাস পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।