চীনে পথচারীদের ওপর গাড়ি তুলে দিলেন চালক, নিহত ৫
চীনের গুয়াংঝু প্রদেশে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে পাঁচজনকে হত্যার দায়ে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গাড়িচাপায় আহত হন অন্তত ১৩ জন।
গাড়িচাপার এই ঘটনা জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই পথচারীদের লক্ষ্য করে গাড়িচাপা দিয়েছেন।
অনলাইনে পোস্ট হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি দুর্ঘটনার পর গাড়ি থেকে নামছেন এবং বাতাসে টাকা ওড়াচ্ছেন।
পুলিশ ২২ বছর বয়সী ওই ব্যক্তিকে আটকে তদন্ত শুরু করেছেন।
১৯ মিলিয়ন জনসংখ্যার এই শহরের ব্যস্ত এক জংশনে বুধবার সন্ধ্যার দিকে ওই ব্যক্তি গাড়িচাপার ঘটনা ঘটান।
সাম্প্রতিক সময়ে এরকম আরও ঘটনা আছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফুজিয়ান প্রদেশে এক চালক একটি ট্রাক লোকজনের ওপর তুলে দিলে তিনজনের প্রাণহানি ঘটে। এতে অন্তত নয়জন আহত হন।
চলতি সপ্তাহের শুরুতে সাংহাইয়ের এক হোটেলের অতিথি কর্মচারীর সঙ্গে তর্কের এক পর্যায়ে বেপরোয়াভাবে লবিতে গাড়ি তুলে দেন। এই ঘটনায় কেউ আহত হননি।