চীনে দুই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১
দক্ষিণাঞ্চল ডেস্ক
চীনের সিচুয়ান প্রদেশে পর পর দুটি ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ওই দুই ভূমিকম্পে আরও ১২২ জন আহত হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিচুয়ানের স্থানীয় সময় সোমবার রাতে ৩০ মিনিটের ব্যাবধানে ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্প দুটি হয়। দুটি ভূমিকম্পেরই উৎপত্তি চ্যাংনিং কাউন্টির নিকটবর্তী এলাকায় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রতিবেদনে বলা হয়েছে।
ভূমিকম্প দুটি সিচুয়ানের রাজধানী চেংদু ও মেট্রোপলিটন শহর চোংকিংসহ প্রদেশটির অধিকাংশ বড় শহরে অনুভূত হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভূমিকম্পের বিভিন্ন ক্ষয়ক্ষতির ছবি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রদর্শিত হয়েছে। এতে দেখা গেছে, শহরগুলোর বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে। ভূমিকম্পের পর আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে।
ভূমিকম্পটির উপকেন্দ্রের কাছে অনেক ঘরবাড়ি ধসে পড়ে। গ্রামীণ ওই এলাকটির ধ্বংসস্তূপের ভিতরে আটকা পড়া কিছু জীবিত লোককে উদ্ধারকারীরা বের করে আনতে পেরেছে।
ওই দুটি ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত হয়েছে বলে চীনের ভূমিকম্প প্রশাসন জানিয়েছে। মঙ্গলবার ৫ দশমিক ২ মাত্রার আরেকটি পরাঘাত রেকর্ড করেছে ইউএসজিএস। সিচুয়ানে ২০০৮ সালের মে-তে ভয়াবহ এক ভূমিকম্পে প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছিল।