January 22, 2025
আন্তর্জাতিক

চীনের স্কুলে হামলা, ৮ শিশু নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

চীনের হুবেই প্রদেশের একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির হামলায় আট শিশু নিহত হয়েছে। হুবেইর এনশি শহরের চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় ওই হামলায় আরও দুই শিশু আহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন। গ্রীষ্মের ছুটির পর ওইদিনই শিশুরা প্রথম স্কুলে গিয়েছিল।

এনশি শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশুরা সকালে যখন স্কুলে উপস্থিত হচ্ছিল, সে সময়ই হামলায় চালায় ‘ইউ’ নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তি। হামলাকারীকে পুলিশ আটক করতে সক্ষম হলেও সে কিভাবে শিশুগুলোকে হত্যা করেছে তা জানায়নি শহর কর্তৃপক্ষ। পার্টির (ক্ষমতাসীন দল) স্থানীয় কমিটি ও সরকার উদ্ধারকাজ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইম জানিয়েছে, শিশুরা যাতে হামলার ভীতিকর অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারে, সেজন্য তাদেরকে কাউন্সেলিং করাচ্ছে স্থানীয় সরকার। হতাহত শিশুদের বয়স জানা না গেলেও চীনের এলিমেন্টারি স্কুলগুলোর শিক্ষার্থীদের বয়স  সাধারণত ছয় থেকে ১৩ বছরের মধ্যেই থাকে।

হামলার বিষয়ে এনশির পুলিশ চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে একটি বিবৃতি দিলেও কিছুক্ষণ পর তা আবার সরিয়ে নেয়। তবে মঙ্গলবার সকালে সরিয়ে নেওয়ার আগেই হ্যাশট্যাগ দিয়ে ‘স্কুল ক্রিমিনাল কেইস ইন হুবেই’ লেখা পোস্টটি ১২ কোটি বার দেখা হয়েছে।

চীনে এর আগেও স্কুলে হামলার কয়েকটি ঘটনা ঘটেছে। গতবছর অক্টোবরে এক নারী ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছিল ১৪ জন স্কুল শিক্ষার্থীকে। এর আগে একই বছরের এপ্রিলে শানজি প্রদেশে এক ব্যক্তির হামলায় নয় শিক্ষার্থী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *