চিত্রা নদীতে ভাসছে টিসিবির তেলের বোতল
নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ এলাকায় চিত্রা নদীতে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) সয়াবিন তেলের খালি বোতল পাওয়া গেছে। এ ঘটনায় প্রশাসন কোনো রহস্য উদঘাটন করতে না পারলেও বিভিন্ন মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।
কয়েকজন মাঝিসহ স্থানীয়রা জানান, টিসিবির সিলযুক্ত সায়াবিন তেলের শতাধিক খালি বোতল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার পর নড়াইলের রূপগঞ্জ এলাকায় চিত্রা নদীতে ভাসতে দেখা যায়। এ অবস্থায় রূপগঞ্জ-পংকবিলা খেয়াঘাটের কয়েকজন মাঝি বেশ কিছু খালি বোতল উদ্ধার করে নৌকায় উঠান। এর মধ্যে দুই ও পাঁচ লিটারের বোতল রয়েছে।
অনেকের ধারণা, অবৈধ সুবিধা নিতে এসব বোতল থেকে তেল ঢেলে রেখে খালি বোতলগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। তবে কে বা কারা, কোন এলাকা থেকে এ ধরনের কাজ করেছে তা এ মুহূর্তে শনাক্ত করা বেশ কঠিন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।