চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হলো না আকাশের
দ: প্রতিবেদক
খুলনার সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম আকাশ। গতকাল বুধবার সকাল ৯টার দিকে নগরীর লবণচরা থানার গেট সংলগ্ন রূপসা সেতু বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আকাশ খুলনা মেডিকেল কলেজের কে-২৪ এর ৫ম বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে আকাশ নিজ মোটরসাইকেল যোগে বরিশালে যাচ্ছিলো। লবণচরা থানা গেটের অদূরে কোনো বাস কিংবা প্রাইভেটকারের ধাক্কায় আকাশ মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশংকাজনক অবস্থায় পথচারীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ইসলাম আকাশের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা গ্রামে। তার মৃত্যুর খবরে সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এর আগে রবিবার রাতে এই সড়কের খাজুর বাগান এলাকায় ট্রাকচাপায় ৫ জন প্রাইভেটকার আরোহী নিহত হন।