চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় বিএমএ’র উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সুরক্ষা পোশাকের অভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। খুলনায় ৩ জন চিকিৎসকসহ এ পর্যন্ত প্রায় ৩০০ বা তার অধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একের পর এক লগ ডাউন হচ্ছে হাসপাতাল ও সংশ্লিষ্ট বিভাগ। এ পরিস্থিতি অব্যাহত থাকলে স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে।
খুলনা বিএমএ বারবার এ প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ কোন ব্যবস্থা গ্রহন করেনি। বানিজ্যিক প্রতিষ্ঠান সমূহ নি¤œ মানের মাস্ক ও অসম্পূর্ন পিপিই সরবারহ করার সুযোগ পেয়েছে। স্বাস্থ্য প্রশাসন (মন্ত্রণালয় ও অধিদপ্তর) প্রতিষ্ঠান প্রধানদের চাপ প্রয়োগ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই অসম্পূর্ণ ও মানহীন সুরক্ষা সামগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা দিতে বাধ্য করেন। প্রতিবাদ করায় কয়েকজন প্রতিষ্ঠান প্রধান কে শাস্তি মুলক বদলি করা হয়েছে। ফলে এখন প্রতিবাদ করতে কেউ সাহস পাচ্ছেন না । নি¤œ মানের পিপিই ও মাস্ক এর কারনে আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ লক ডাউন হয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পাশাপাশি অসংক্রমিত ব্যধিতে আক্রান্ত মুমূর্ষ ও সংকটাপন্ন রোগীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছাচ্ছে।
এমতাবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সহ দেশের সকল অসুস্থ মানুষদের সুচিকিৎসা নিশ্চিত করতে, এই মহামারির বিরুদ্ধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থেকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার আহবান জানাচ্ছি ।