December 27, 2024
জাতীয়লেটেস্ট

চিকিৎসকের ফি নির্ধারণ করে দেবে সরকার

দক্ষিণাঞ্চল ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসকরা যাতে রোগীর কাছ থেকে ইচ্ছামতো ফি নিতে না পারেন সেজন্য একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করে দেয়ার পরিকল্পনা করছে সরকার। গতকাল বৃহস্পতিবার সংসদে সরকারদলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, চিকিৎসকদের রোগীদের কাছ থেকে ফি নির্ধারণের বিষয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনপূর্বক একটি নীতিমালা প্রণয়নের চিন্তা-ভাবনা সরকারের রয়েছে।
সরকারি দলের আরেক সদস্য মো. মোজাফফর হোসেনের (জামালপুর-৫) প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘চিকিৎসকের অভাবে দেশে বিদ্যমান ইউনিয়ন স্বাস্থ্যসেবা ক্লিনিকগুলো পরিত্যক্ত অবস্থায় নেই। কারণ দেশের অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক কর্মরত আছেন। তবে কেন্দ্রগুলোতে এমবিবিএস ডাক্তারের পদ শূন্য থাকায় গরিব জনসাধারণ উন্নত চিকিৎসা সুবিধা প্রাপ্তি থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশে ১০ হাজার চিকিৎসক নিয়োগ কার্যক্রম চলমান আছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে সরকারি বিধি-বিধানের আলোকে তাদের সকলকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পদায়ন করা হবে। শূন্যপদ দ্রুত পূরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। সেই আলোকে খুব শিগগিরই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *