চিকামারাকে কেন্দ্র করে চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ
চিকামারাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ আটজন আহত হয়েছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
সংঘর্ষে জড়ানো পক্ষ দুটি হলো— শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয় ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)।
জানা গেছে, চবির এ এফ রহমান হলে বেশ কয়েকদিন আগে থেকেই বিজয়ের আধিপত্য চলছে। বৃহস্পতিবার ও শুক্রবার (০১ ও ০২ ডিসেম্বর) ভিএক্সের অনুসারীরা দিনভর হলটিতে চিকামারার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর রাত ১০টার দিকে পক্ষ দুটির মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে সংঘর্ষে ইটপাটকেল ছোঁড়াছুড়ি হলেও শেষ পর্যন্ত বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, এখন পরিস্থিতি অনেকটাই প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও হল প্রশাসন মিলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে।