চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
বরিশালে গ্রামের দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহ আমানকে গতকাল বুধবার বিকেলে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে দুদক।
দুদক জানায়, ২০১৫-১৬ অর্থ বছরে ২৫১ জন উপকারভোগীকে তিন মাসে ৯০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও সর্বোচ্চ ৭০ কেজি করে চাল দেওয়া হতো। অন্তত ২০ কেজি করে চাল আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। ওই বছর চাল আত্মসাতের মাধ্যমে প্রায় দুই লাখ টাকা লোপাট করেছেন চেয়ারম্যান আমান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করেছে দুদক।