December 22, 2024
জাতীয়

চালের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের সুপারিশ

দক্ষিণাঞ্চল ডেস্ক

বর্তমানে বাজারে চালের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। পাশাপাশি সরকারের গোডাউনেও পর্যাপ্ত চাল মুজদ আছে বলে জানায় তারা। এসময় সংসদীয় কমিটি চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদারের সুপারিশ করে। একইসঙ্গে সরকারিভাবে ধান ক্রয়ের সময় কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়কে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে। এছাড়া প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের সহগ্রাধিক শূন্য পদ পূরণে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরুর করতে সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন, বেগম আঞ্জুম সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিয়োগ করার জন্যও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *