চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ, দুই দালালকে দণ্ড
খুলনা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
দ: প্রতিবেদক
খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার অভিযান চলাকালে বিভিন্ন অনিয়ম ও গ্রাহক হয়রানির ঘটনা দেখা যায়। অভিযানে দালাল চক্রের সাথে জড়িত নৈশ প্রহরী আজহারুল ইসলামের কাছ থেকে ৬৩টি ডেলিভারি স্লিপ, আনসার সদস্য ফরমান সরদারের কাছে নগদ টাকা ও পাসপোর্ট ডেলিভারী স্লিপ উদ্ধার করা হয়। এছাড়া এই চক্রের সাথে আনসার সদস্য রবিউল ইসলাম ও পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী হোসনে আরার সম্পৃক্ততা পাওয়া যায়।
জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে নির্ধারিত ফি ৩৪৫০ টাকার বদলে ৫৫০০ টাকা নিয়ে পাসপোর্ট করে দিতো। অভিযানে আটক দুই দালাল ফিরোজ শিকদার (২৪) ও মো. মিল্টন (২৬) কে দুই দিনের কারাদণ্ড ও দুই হাজার ৫শ’ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরো একদিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এই শাস্তি প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান।
দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান বলেন, দালাল চক্রের সাথে অফিসের আরো কয়েকজন জড়িত রয়েছে। এখানে টাকা না দিয়ে পাসপোর্ট করতে এলে আবেদন ফরমে নানা রকম ভুল-ভ্রান্তি দেখিয়ে হয়রানি করা হয়। তিনি বলেন, এই চক্রের সাথে জড়িত পাসপোর্ট অফিসের কর্মচারী ও আনসার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। অভিযানে দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ, শাওনা মিয়া, উপ-সহকারী পরিচালক নীল কমল পাল উপস্থিত ছিলেন।