November 23, 2024
আন্তর্জাতিক

চাকরি হারাচ্ছেন বিএমডব্লিউর ১০ হাজার কর্মী

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ১০ হাজার কর্মীর সঙ্গে নতুন করে চুক্তি করছে না বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। ফলে জার্মানভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা ১০ হাজার কর্মী চাকরি হারাচ্ছেন।

শুক্রবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। সেখানে প্রতিষ্ঠানটিতে সংবাদমাধ্যমটির সূত্রের বরাত দিয়ে এসব বলা হয়।

যদিও মিউনিখ থেকে পরিচালিত বিএমডব্লিউ শুক্রবার কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে একটি চুক্তির সমঝোতায় পৌঁছে।

এদিকে, করোনার এ পরিস্থিতিতে অনেক নামকরা এয়ারলাইন্স ও প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ২০১৯ সালে মুনাফা ৩৩ শতাংশ কমে যাওয়ায় আনুমানিক ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) কর্তৃপক্ষ। ব্যাংকটি বলছে, ২০২২ সালের মধ্যে ব্যাংক পুনর্গঠনের জন্য ৪৫০ কোটি মার্কিন ডলার ব্যয় কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *