চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্ত্রীকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে রাখারও আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত গোলাপ হাসদা (৪৬) রাজশাহীর তানোর উপজেলার শালতলা চকরাতরাম গ্রামের পরমেশ্বরের ছেলে। তিনি পলাতক রয়েছেন। ২০১৩ সালের ৪ আগস্ট স্ত্রী সবিনা সরেনকে (৩২) হত্যা মামলায় আদালতের এই রায় আসে।
ওই আদালতের পিপি আঞ্জুমান আরা মামলার নথির বরাতে জানান, ২০১৩ সালের আগস্ট নাচোলের খিটকা গ্রামের বাড়িতে গোলাপ তার স্ত্রীকে কোদালের আঘাতে আহত করেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় তার ভাই অসিন সরেন ওই দিনই নাচোল থানায় গোলাপ হাসদাকে একমাত্র আসামি করে মামলা করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার তৎকালীন এসআই ইকবাল হোসেন পরের বছর ২৬ জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পিপি আঞ্জুমান বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত গোলাপকে যাবজ্জীবন দিয়েছে। গোলাপ জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।