December 22, 2024
জাতীয়

চাঁদপুরে স্কুল শিক্ষিকাকে গলা কেটে হত্যা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

চাঁদপুর শহরে এক স্কুল শিক্ষিকাকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। গতকাল রবিবার শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন জানিয়েছেন। নিহত জয়ন্তী চক্রবর্তী ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এসআই আওলাদ হোসেন বলেন, জয়ন্তী ঘটনার দিন স্কুল থেকে ছুটিতে ছিলেন। দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা কোয়ার্টারে ঢুকে তাকে খুন করে পালিয়ে যায়। তার গলায় ধারালো ছুরির আঘাত ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামী অলক কুমার গোস্বামী প্রয়োজনীয় কাজে ঢাকায় অবস্থান করছেন। জয়ন্তীর মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বল তিনি জানান।

চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দীন বলেন, খুনের রহস্য উদঘাটে পুলিশ কাজ করছে। জয়ন্তীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জয়ন্তী চক্রবর্তীর স্বামী পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন জ্যেষ্ঠ হিসাব সহকারী হিসেবে স¤প্রতি চাকটি থেকে অবসর নিয়েয়েছেন। তাদের এক মেয়ে দুই ছেলে রয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *