চাঁদখালী বাজারের মধ্যে সরকারি জায়গা অবৈধ দখল দোকানপাট স্থাপন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারের মধ্যে অবৈধভাবে জায়গা দখল করে দোকান পাঠ স্হাপনের অভিযোগ উঠেছে। সরেজমিনে, জানাযায় সরকারি পেরিফেরি ভুক্ত বাজারের গুরুত্বপ‚র্ণ স্থানের জায়গা, সরকারি অনুমোদন ও রেভিনিউ ছাড়াই, স্থানীয় প্রভাব ও দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তিরা বাজারের জায়গা দখল করে দোকান ঘর তৈরি করে। কয়েক মাসের ব্যবধানে বাজারের চাঁদনী চত্বরের ভিট, পুরাতন গোডাউন দক্ষিন ও উত্তর পূর্ব পাশ, কশাইখানা সহ গুরুত্বপ‚র্ণ স্থানগুলি দখলবাজরা অস্থায়ী ভাবে টিনের ছাউনি ও বাঁশ দিয়ে ঘেরা বেড়া দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জেনে ও না জানার ভান করায় সুযোগ পেয়েছে অবৈধ দখলবাজরা। জনৈক ব্যক্তি বলেন, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা আমাদের বাজারের ভিতর পজেশন দখলে নিয়ে, পরে বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কোন কিছু বলতে গেলে ক্ষমতাসীনরা আমাদের মামলা দিয়ে হয়রানি করবে বলে ভয়-ভীতি দেখায়। বাজারের দোকানদার হাবিবুর রহমান বলেন আমরা যারা স্থায়ী ব্যবসায়ী আছি সকলেই সরকারি নির্ধারিত রেভিনিউ দিয়ে থাকি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বলেন, আমি বাজারটি সুন্দরভাবে সাজাতে চায়, দলীয় ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার দাপট দেখিয়ে ইচ্ছামত জায়গাতে ঘর তৈরি করে চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না বলেন, সরকারি রেভিনিউ দিয়ে দোকান পজেশন নিয়েছে, তারা থাকবে, তবে নতুন কয়েকটি আবেদন পেয়েছি, তা-জেলাতে পাঠিয়েছি। অবৈধভাবে কোন ব্যক্তি বাজারের জায়গা দখল করার সুযোগ নেই।