January 13, 2025
জাতীয়

চলে গেলেন ভাষা সৈনিক লায়লা নূর

 

 

 

 

ভাষা সৈনিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী অধ্যাপক লায়লা নূর মারা গেছেন।

 

শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লার সিডিপ্যাথ হাসপাতালে ৮৫ বছরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বলে তার নাতি গোলাম জিলানী জানান।

 

তার মৃত্যুর সংবাদে তার ছাত্র ও সুধীজনেরা হাসপাতালে ছুটে আসেন। বাদ আছর নগরীর ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাকে গাজীবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

পরিবারের সদস্যরা জানান, ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্ম নেওয়া লায়লা নূর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২৮ মে রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হলে সিডিপ্যাথ হাসপাতালে ভর্তি করা হয়।

 

১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী লায়লা নূর ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করে গ্রেপ্তার হন। ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ১৯৯২ সালে অবসরে গ্রহণ করেন।

 

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর লায়লা নূরকে ‘বিনয় সম্মাননা পদক-২০১৪’ প্রদান করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *