চলন্ত ট্রেন থেকে নামার সময় ২ জনের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
জামালপুরে সদর উপজেলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার নরুন্দি রেল স্টেশনে রোববার রাত ১০টায় এ ঘটনা ঘটে বলে নরুন্দি রেল স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জানান। নিহতরা হলেন- তুলশীরচর গ্রামের মোকাদ্দেছ আলী শিমুল মিয়া (২২) ও একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান (১৮)।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই টিপু সুলতান বলেন, রোববার রাতে ঢাকা থেকে জামালপুরগামী আন্তঃনগর যমুনা ট্রেনটি নরুন্দি রেল স্টেশনের কাছে পৌঁছলে দুই যাত্রী লাফিয়ে নামাতে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিচয় সনাক্তের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।