চরমোনাই পীর খুলনায় আসছেন কাল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম একদিনের সাংগঠনিক সফরে খুলনা আসছেন আগামীকাল মঙ্গলবার। চরমোনাই পীর আগামীকাল সড়ক পথে খুলনায় পৌছাবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মুহাঃ নাসির উদ্দিন জানান, চরমোনাই পীর মঙ্গলবার সকাল ১০টায় গোয়ালখালী মাদ্রাসায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড মহানগর ও জেলার সম্মেলনে, বেলা ১২টায় নগর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময়, দুপুর ২টায় নগরীর শহীদ হাদীস পার্কে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার ব্যবস্থাপনায় বিভাগীয় সমাবেশে এবং রাতে নগরীর নিউমার্কেট বায়তুন নুর মসজিদ চত্বরে মাহফিল এন্তেজামিয়া কমিটি কর্তৃক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে মূল্যবান আলোচনা করবেন। বুধবার বরিশালের উদ্দ্যোগে খুলনা ত্যাগ করবেন।