চবির হলে ইতালিফেরত পাকড়াও, ৫ বন্ধুসহ ‘হোম কোয়ারেন্টিনে
ইতালি থেকে ১০ দিন আগে দেশে ফেরার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে আসা এক তরুণসহ ছয় জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ পাঠিয়েছে জেলা সিভিল সার্জন।
এরা হলেন- ইতালিফেরত দস্তগীর হোসাইন মাহফুজ, কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র সাইফুল ইসলাম, ইব্রাহীম খলিল, সিরাজুম মনির দুর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র শাহনেওয়াজ রানা ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জয়।তাদের সবার বড়ি ব্রাহ্মণবাড়িয়া।
রোববার রাতে শহীদ আব্দুর রব হলের ৩২০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে তাদের মধ্যে নতুন করোনাভাইরাসের কোনো লক্ষণ না পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সতর্কতার জন্য তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনিরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দস্তগীর গত ৫ মার্চ ইতালি থেকে দেশে ফিরেন। সাজেকে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় তিন বন্ধুকে সঙ্গে নিয়ে রোববার তিনি শাহনেওয়াজের কাছে আসেন।
“ইতালি থেকে আসা বহিরাগত হলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে আব্দুর রব হলের ৩২০ নম্বর রুমে অভিযান করি।”