চন্দনাইশে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশে খেলার সময় পানিতে পড়ে তিন শিশু মারা গেছে। গতকাল রোববার উপজেলার কানাইমাদারি গ্রামের মাহবুব মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শিশু তিনটি সম্পর্কে চাচাত ভাই। তাদের নাম হল তাহসিন আলম (৪), সিফাতুল ইসলাম (৫) ও মঈনুল ইসলাম আরিয়ান (৩ বছর ৬ মাস)।
চন্দনাইশ থানার এসআই কাজী মিয়া জানান, সকালে মাদ্রাসা থেকে এসে বাড়ির কাছে বিলে খেলতে যায় তাহসিন ও সিফাতুল। এসময় তাদের দেখে আরিয়ানও সেখানে যায়। দুপুরের দিকে এক শিশুর মা তাদের খোঁজ করতে গেলে বিলের মধ্যে একটি ডোবায় তিনজনকে পানিতে ভাসতে দেখে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউনিসেফের এক জরিপে বলা হয়েছে, বাংলাদেশে পাঁচ থেকে ১৭ বছরের ছেলে-মেয়েদের মধ্যে প্রতি ২৪ ঘণ্টায় ৪৮ জন এবং বছরে ১৮ হাজারের বেশি সাঁতার না জানায় ডুবে মারা যায়।