চট্টগ্রামে শ্বাসকষ্টে ভুগে মৃত কনস্টেবল ‘করোনাভাইরাস’ আক্রান্ত ছিলেন
চট্টগ্রাম জেলা পুলিশের একজন কনস্টেবল শ্বাসকষ্টে ভুগে মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অধীন জেলা আদালতে কর্মরত মোখলেছুর রহমান (৫৭) মঙ্গলবার মারা যান। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা গ্রামে তার বাড়ি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, শ্বাসকষ্ট ও প্রেশারের সমস্যা ছিল তার।শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
“পরবর্তীতে সংগ্রহ করা তার নমুনা পরীক্ষায় বুধবার করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।”
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ওই কনস্টেবলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের মোট চারজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল একজন।