চট্টগ্রামে বিমানের ফ্লাইটে ৫২টি সোনার বার
দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ৫২টি সোনার বার পেয়েছে শুল্ক কর্তৃপক্ষ। বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, রবিবার সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ এর বোর্ডিং এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিমানটি নামার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশি চালানোর সময় যাত্রীদের কেউ প্যাকেটে মোড়ানো এসব সোনার বার ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। রিয়াদুল ইসলাম বলেন, উদ্ধার সোনার ওজন ছয় দশমিক ০৮৪ কেজি, আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।