চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শিশু হত্যাসহ একডজন মামলার আসামি
চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জনের মৃত্যু হয়েছে, যিনি সম্প্রতি তিন বছরের শিশু হত্যার অভিযোগ নিয়ে পালিয়েছিলেন বলে পুলিশের ভাষ্য।
নিহত জসীম উদ্দিন রাজু (৩২) ডবলমুরিং থানার ঝর্ণা পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সদস্য হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলার আসামি তিনি।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, বুধবার ভোর রাতে ঝর্ণা পাড়া জোড় ঢেবা এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ছোটভাই রাশেদের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে রাজু তার তিন বছর বয়সী ভাজিতার গলায় ছুরি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়।
“গভীর রাতে খবর আসে রাজু তার সহযোগীদের নিয়ে জোর ঢেবার পূর্ব পাশে অবস্থান করছে। পুলিশের একটি দল সেখানে গেলেই রাজু ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্নরক্ষার্থে পুলিশও গুলি ছুঁড়লে হামলাকারীরা পালিয়ে যায়।”
পরে গুলিবিদ্ধ রাজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক জহির।
এঘটনায় পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার এএএম হুমায়ুন কবির, ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ, মামলার তদন্ত কর্মকর্তা অর্ণব বড়ুয়া ও এসআই হেলাল উদ্দিনের সঙ্গে তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।
পুলিশ কর্মকর্তা জহির জানান, বন্দুকযুদ্ধে নিহত রাজু ২০১৪ সালে আগ্রাবাদ শিশু পার্ক এলাকায় পুলিশ সদস্য ফরিদ উদ্দিন হত্যার ঘটনার মামলার আসামি।
এছাড়া ২০১৮ সালে হাজী পাড়া এলাকার খোরশেদ হত্যা, মাদক, ছিনতাইসহ অন্তত ১৩টি মামলার আসামি ছিলেন রাজু। হত্যা মামলায় অস্ত্রসহ গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।
পরে ঘটনাস্থল থেকে একটি দেশি অস্ত্র, এক রাউন্ড কার্তুজ, চারটি খোসা, একটি ছুরি ও ৮৭৫ ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।