November 27, 2024
জাতীয়লেটেস্ট

চট্টগ্রামে দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা আগুনে দগ্ধ নয়জনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম পেয়ারী বেগম (৬০)। তিনি নোয়াখালী থেকে ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধদের মধ্যে আরও সাতজনের অবস্থা গুরুতর।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রফিক উদ্দিন আহমদ।

তিনি জাগো নিউজকে বলেন, ‌‘অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। যদিও আমরা তাকে এখনো ক্লিনিক্যালি পরীক্ষা-নিরীক্ষা করছি। বাকি আটজনের মধ্য একজন বাদে সাতজনের অবস্থা গুরুতর। এই সাতজনের সবার শ্বাসনালী পুড়ে গেছে। দুইজনকে ইমিডিয়েট আইসিইউ সাপোর্ট দেয়া প্রয়োজন। কিন্তু হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তাদের বিষয়ে বিকল্প চিন্তা করা হচ্ছে।’

রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *