চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
ওয়াইফাই ব্যবহার করা নিয়ে ঝগড়ার জেরে মারধর ও ছুরিকাঘাতে মারা গেছেন এক দোকানি। গতকাল বুধবার সকালে বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল সংলগ্ন আমিন কলোনিতে এ হত্যাকাÐের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত আবুল কালাম (২৫) ওই এলাকায় মোবাইল মেরামতের দোকান চালাতেন। বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বলেন, গত মঙ্গলবার রাতে ওয়াইফাই ব্যবহার নিয়ে কালামের পাশের সেলাই মেশিন মেরামতের দোকানি মামুনের সাথে ঝগড়া হয়। এর জের ধরে সকালে মামুনের বন্ধুবান্ধবরা কালামকে মারধর ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেননি পুলিশ পরিদর্শক প্রিটন সরকার।